রান তাড়ায় সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খানের বোলিংয়ের তোপে দাঁড়াতেই পারেনি নামিবিয়া। তারা দুজনে মিলেই নিয়েছেন ৭ উইকেট। তিনটি উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন রাবেয়া। তিনি ৫ রানে ৩ উইকেট নেন আর ১৪ রানে ৪ উইকেট পান মেঘলা। ফাহিমা ১২ রানে পেয়েছেন ৩ উইকেট। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানে উইটম্যান। এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল আর একজন। ১২ রান করেছেন মার্কজেরলি গোরাসেস। আর কেউই বলার মতো রান করতে পারেননি তিনি।
এর আগে এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই সাজঘরে ফেরেন ওপেনার জুরাইরা ফেরদৌস। শারমিন আক্তার সুপ্তাও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি আউট হন ১৩ রান করে।
দলীয় ৪৪ রানে ফিরেছেন ওপেনার দিলারা আক্তারও। তিনি ১৭ বলে ২৫ রান করে ফিরলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেছেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জ্যোতি খেলেন ২৯ বলে ২১ রানের ইনিংস। সোবহানার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৭ রানের ইনিংস।
শেষদিকে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস। শেষদিকে রিতু মনি রান আউট হয়েছেন ৬ রান করে। আর রাবেয়া খান ফেরেন শূন্য রানে। এরপর বাংলাদেশ লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে। নামিবিয়ার হয়ে দুটি করে উইকেট নেন সাইমা তুহাডেলানি ও সিলভিয়া শিহেপো। একটি করে উইকেট নেন ওয়াইকা মাটিলে ও জুরিন ডাইগার্ট।