বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাস ও তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য নিরাপত্তা শঙ্কা দেখিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পরবর্তীতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চায় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন জবাবের পর আবারও চিঠি পাঠায় বিসিবি। দুই-একদিনের মধ্যেই বাংলাদেশকে ভেন্যু পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা তাদের। এমন সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ দলের একটি চিঠির কথা সামনে আনেন আসিফ নজরুল।
চিঠির বিস্তারিত উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’
যদিও ক্রিকইনফো জানিয়েছে, এমন কোন বড় আশঙ্কা কিংবা হুমকির কথা বিসিবিকে জানায়নি আইসিসি। গত সপ্তাহে নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে আইসিসি। কোন ভেন্যুতে বাংলাদেশের জন্য অল্প থেকে মাঝারি মানের ঝুঁকি আছে এবং কোন ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য একেবারেই ঝুঁকি নেই সেগুলো জানিয়েছে নিরাপত্তা পর্যবেক্ষণ দল। ভেন্যু পরিবর্তনের জন্য যা যথেষ্ট নয়।
তাদের প্রতিবেদন অনুযায়ী, আসিফ নজরুল যা বলেছেন তা চিঠির ভুল ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তারা দাবি করেছে, এসবকে কাল্পনিকও বলছে। সেই চিঠির কোথায় লেখা নেই নির্দিষ্ট কোন ক্রিকেটারকে নির্বাচন করতে পারবে না, জার্সি পড়ে না ঘুরতে পারবে না কিংবা নির্বাচন স্থগিত করতে হবে।