পিএসএলে দেখা যাবে মুস্তাফিজকে

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আইসিসির কাছে। জানা গেছে আইসিসিও নতুন সূচি তৈরিতে লেগে পড়েছে। এর মধ্যেই পিএসএল মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি পোস্ট দিয়েছে।

আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধ করা হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা তার জন্য খোলা। এর আগে থেকেই গুঞ্জন ছিল পিএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে নিয়ে আগ্রহী। এবার সেটাই সত্যি হতে চলেছে।

এর আগে লন্ডনভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ডআপ কমেডিয়ান ও সঞ্চালক সালমান মালিক মুস্তাফিজ ইস্যুতে একটি পোস্ট করেন। তিনি লিখেন, ‘যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হবো।’

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপারকিংস ও কলকাতা নাইট রাইডাসের মধ্যে লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। যা আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।

আরো পড়ুন: