বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতীয়দের তোপের ‍মুখে নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না তারা পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সেই চিঠিতে ভারত থেকে বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরিয়ে নেয়ার দাবি জানানোর কথা ছিল না। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি। ভেন্যু পরিবর্তন করতে আইসিসিকে চিঠি দিলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বিসিবি।

এ ছাড়াও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

পরিস্থিতি স্বাভাবিক থাকলে আইপিএলের আগামী আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজ। দলের প্রয়োজনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। তবে চাইলেও আগামী মৌসুমে তাকে খেলাতে পারছে না তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দিতে বলে ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল।

তাদের সঙ্গে পেরে উঠতে না পারায় বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা। বাঁহাতি পেসারের সঙ্গে এমন ঘটনায় ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলবেন লিটন দাসরা। একটি ম্যাচ হবে মুম্বাইয়ে। যার ফলে প্রায় সপ্তাহ দুয়েক কলকাতায় থাকতে হবে বাংলাদেশ দলকে।

ওই সময়ে লিটন-মুস্তাফিজদের নিরাপত্তা দিতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা তো ভেন্যু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। লিটনদের ম্যাচগুলো যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা সেটার জন্য বিসিবিকে আইসিসির দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন আসিফ নজরুল। উপদেষ্টার নির্দেশে আইসিসিকে চিঠি দেয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এমনকি ভারতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে তারা।

আরো পড়ুন: