আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল

বাংলাদেশ
আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সবশেষ কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান। নিয়মিত ম্যাচ খেলায় রশিদ খান ও মোহাম্মদ নবিদের কাছে আবুধাবি, শারজাহ কিংবা দুবাইয়ের উইকেট, আবহাওয়া ও কন্ডিশন হাতের তালুর মতো চেনা। যার ফলে এশিয়া কাপে বাড়তি সুবিধা পেতে পারে তারা। আফগানরা হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী আমিনুল ইসলাম বুলবুল।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে এসেছেন লিটন দাসরা। পরবর্তীতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গেও সিরিজ জিতেছে তারা। হ্যাটট্রিক সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে লিটনও জানিয়ে গেছেন, তারা প্রস্তুত আছেন।

যদিও সিরিজ জেতার পরও এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভালো করার জন্য কতটা প্রস্তুত সেটা নিয়ে সংশয় আছে। বিশেষ করে ডাচদের বিপক্ষে আগে বোলিং করে দ্রুতই তাদের অল আউট করে সহজেই ম্যাচ জিতে নিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিকল্পনার ফলে ব্যাটাররা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেননি। এসব ছাপিয়ে বাংলাদেশকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন বুলবুল।

বিসিবি সভাপতির বিশ্বাস, বাংলাদেশের অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, ‘আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা ফরম্যাট এখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। কিন্তু আমাদের এই দলটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।’

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। গত বছর শারজাহতে হওয়া ওয়ানডে সিরিজে হেরেছিলেন লিটনরা। এশিয়া কাপেও তাদের বিপক্ষেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। হোম অ্যাডভান্টেজের কারণেই এগিয়ে থাকতে পারে আফগানরা। তবে নিজেদের ক্রিকেটারদের সামর্থ্যের উপর আস্থা রাখতে চান বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘তাদের (আফগানিস্তান) ভেন্যু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তারা হয়ত নিজেদের হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তারপরও আমাদের খেলোয়াড়দের যে দক্ষতা আমি নিশ্চিত তারা যদি তাদের নিজেদের সর্বোচ্চটা দেয় তাহলে ভালো করতে পারবে।’

আরো পড়ুন: বাংলাদেশ