ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে আছি, এখন সবকিছুই স্পেশাল: মুশফিক

বাংলাদেশ
ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে আছি, এখন সবকিছুই স্পেশাল: মুশফিক
সেঞ্চুরির পর মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দুজনেই একই গতিতে খেলেছেন। দুজনই একই সঙ্গে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। এই দুজনের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটিতে ভর করে গল টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান করেছে বাংলাদেশ। মুশফিক এবং শান্ত দুজনই সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

শান্তর সেঞ্চুরির পর মুশফিক বাঁধন ছাড়া উদযাপন নজর কেড়েছে সবার। তবে এতে বিশেষ কিছু দেখছেন না মুশফিক। সিনিয়র ক্রিকেটার হিসেবে সঙ্গীর সেঞ্চুরিতে বাড়তি উদযাপন স্বাভাবিকভাবেই দেখছেন মুশফিক। এই মিডল অর্ডার ব্যাটার শান্তর ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন।

সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেছেন, 'শান্ত তো মাশাল্লাহ অনেকদিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো, অধিনায়ক হিসেবেও তার রেকর্ড ভালো, ব্যাটসম্যান হিসেবেও ভালো। এটা বিশেষ কিছু না। আমার কাছে মনে হয় ওর কন্ট্রলড ইনিংসটা ভালো লেগেছে। এর আগে কেন্ডিতে সে সেঞ্চুরি করেছিল। এরপর এই সেঞ্চুরিটা... কন্ট্রোল করে খেলাটাই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরের ব্যাটারম্যানদের জন্যও গুরুত্বপূর্ণ। কেউ বড় একটা অর্জন করলে এটা উদযাপন করতেই হয়। সিনিয়র ক্রিকেটার হিসেবে এই দায়িত্বটা আমার ওপর আরও বেশি।'

গলে খেলা মানেই মুশফিকের ব্যাটে রান। সেটা আবারও যেন প্রমাণিত হলো। ২০১৭ সালের মার্চে গলে নিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্টের দুই ইনিংসে করেছেন ৮৫ আর ৩৪। এই মাঠে সর্বশেষ দুই টেস্টে তিন ইনিংসে মুশফিক ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান করেছেন। আজ ১৮৬ বলে আরও ১০৫ রানে অপরাজিত তিনি।

এমন ইনিংসকে শুরুতে বিশেষ কিছুর মর্যাদা না দিলেও পরক্ষণই মুশফিক জানিয়েছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে তার কাছে প্রতিটি অর্জনই বিশেষ কিছু। মুশফিক বলেন, 'স্পেশাল কিছু না... আমি আমার ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে। এখন সবকিছুই স্পেশাল। আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেয়ার, শতভাগ চেষ্টা করে নিজের প্রস্তুতি নেয়ার। সামনে যে সুযোগই আসে না কেন তা কাজে লাগানোর চেষ্টা করি। এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না।'

গলে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিক। সেই ইনিংস বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে পথ দেখানোটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিক।

অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'গল স্পেশাল বলতে এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা সব সময়ই স্পেশাল। আমাদের একটি জেনারেশনকে কো স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে। ওটার পর নিশ্চিত ওরা বিশ্বাস করতে পেরেছে যে টেস্টে দুশ করা যায়। তাই অবশ্যই এখন কেউ আড়াইশ করবে তিনশ করবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়াটা গুরুত্বপূর্ণ।'

আরো পড়ুন: মুশফিকুর রহিম