শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

২০২৪ সালের অক্টোবর থেকেই গোঁড়ালির চোট বয়ে বেড়াচ্ছেন তাসকিন। চোট নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর, ঘরের মাঠে বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন ডানহাতি এই পেসার। তবে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সময় ব্যথা বেড়ে যাওয়ায় ইংল্যান্ড যেতে হয় তাকে। গোঁড়ালি বিশেষজ্ঞকে দেখানোর পর জানা গেছে, অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাসকিনের।
জুনের শুরুতে মাঠে ফিরতে পারেন তাসকিন
৬ মে ২৫
ফলে মিরপুরে ‘কনজার্ভেটিভ’ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। সবশেষ কয়েকদিন ধরে কম গতিতে বোলিংয়ের চেষ্টা করেছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া ফিটনেস নিয়েও কাজ করে যাচ্ছেন তাসকিন। জাতীয় দলের ট্রেনার, ফিজিও এবং ইংল্যান্ডের গোঁড়ালি বিশেষজ্ঞের বানানো প্রোগ্রামে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। পোঁচটি সেশন শেষে শর্ট রানআপে বোলিংও শুরু করেছেন তাসকিন।

নিজের চোটের পরিস্থিতি নিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘পুনর্বাসন চলছে। বোর্ড থেকে আমাদের জাতীয় দলের ট্রেনার, ফিজিও এবং ইংল্যান্ডে আমি যে বিশেষজ্ঞ দেখিয়েছি তারা সবাই মিলে যে প্রোগ্রাম সেট করেছে। এগুলো পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ। আজকে নিয়ে প্রায় ৫টা সেশন গেল এবং শর্ট রানে বোলিংও শুরু করেছি।’
খালেদের ৬ উইকেট, সোহানের ১০৭
৬ ঘন্টা আগে
চোটের কারণে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে নেই তাসকিন। তবে পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলে শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠের ক্রিকেটে ফেরার স্বপ্ন বুনছেন তিনি। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১৩ জুন শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেই সফর দিয়ে ফিরতে আশাবাদী ডানহাতি এই পেসার।
তাসকিন বলেন, ‘কবে ফিরব নিশ্চিত করে বলাটা তো কঠিন। কিন্তু যেটা আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ সামনের সিরিজ থেকে জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে—যদি কোনো সমস্যা না থাকে। তো এভাবে যেমনে চলতে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনো কোনো অভিযোগ নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো ভালো। আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকে সম্ভব।’
তিনি আরও যোগ করেন, ‘কোনো ইনজু্রি হলে নির্দিষ্ট করে তারিখ বলা কঠিন। কারণ, যখন পুনর্বাসন যায় কিছু সময় উপরে-নিচে যায় তো প্রোগ্রাম অনুযায়ী যখন যাব সব ঠিকঠাক গেলে শ্রীলঙ্কা সিরিজ থেকে খেলতে আশাবাদী। আল্লাহ না করুক কোনো সমস্যা হলে তখন হয়তো ম্যানেজমেন্ট থেকে একটা সিদ্ধান্ত নেবে কি করা যায়। আশা করছি কোনো সমস্যা হবে না। যেহেতু এখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়া পুনর্বাসনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব।’