টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি
সালমান আলী আঘা ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইসিসির অন্য সব টুর্নামেন্টের মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

গত এশিয়া কাপে খেলোয়াড়দের হাত না মেলানো ও পিসিবি প্রধানের কাছ থেকে ট্রফি না নেয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারপর এটিই হবে দুই প্রতিপক্ষের প্রথম মুখোমুখি হওয়া। ফলে ম্যাচটিকে ঘিরে বাড়তি আগ্রহ থাকলেও আয়োজন–সংক্রান্ত আনুষ্ঠানিকতা এবার আরও কঠোর থাকবে বলে ধারণা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত–পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে।

ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক হিসেবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত পুরো টুর্নামেন্ট পরিচালনা করবে। পাকিস্তান তাদের গ্রুপপর্বের সব ম্যাচ খেলবে কলম্বো বা ক্যান্ডিতে। প্রতিদিন তিনটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

পূর্বের আসরের মতো এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে, সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল নির্ধারিত হয়েছে মুম্বাইয়ে, আর ফাইনাল হবে আহমেদাবাদে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে কলম্বোতে।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আরো পড়ুন: ভারত