
মনের বাঘ ‘রশিদেই’ কাবু বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। তবে এমন সহজ লক্ষ্য কঠিন করে হারল বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হয়েছে টাইগাররদের। ৫ উইকেট নিয়ে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন রশিদ খান। কথায় আছে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।