বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্রামে রশিদ

আন্তর্জাতিক
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্রামে রশিদ
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় স্বাভাবিকভাবেই এশিয়া কাপের সব ম্যাচে খেলতে হয়েছে রশিদ খানকে। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজেও। এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেও খেলেছেন রশিদ। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। রশিদকে যেন খেলতেই পারেননি মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা।

এশিয়া কাপের আগে থেকেই টানা খেলার মধ্যে থাকা লেগ স্পিনারকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে রাখা হয়নি রশিদকে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে এমনটাই নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

লাল বলের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার জিয়াউর রহমান, বাঁহাতি স্পিনার শরাফউদ্দিন আশরাফ এবং লেগ স্পিনার খলিলি গুরবাজ। ধারাবাহিকভাবে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন শহিদুল্লাহ কামাল। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার।

সবশেষ বাংলাদেশ সিরিজে খেলা বাঁহাতি পেসার বশির আহমদ টেস্ট দলে নিজের জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া টেস্ট দলে আছেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, বশির শাহ এবং উইকেটকিপার ব্যাটার আফসার জাজাই ও ইকরাম আলিখিল। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় চোটে পড়ায় স্বাভাবিকভাবেই টেস্ট দলে নেই রহমত শাহ।

টি-টোয়েন্টি দলে রশিদের ডেপুটি হিসেবে দেখা যাবে ইব্রাহিমকে। ২০২৪ সালের শুরুতে আফগানিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর আবারও দলে ফিরেছেন ইজাজ আহমদ। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান এবং নূর আহমেদরা আছেন টি-টোয়েটি দলে। পেসার হিসেবে আছেন ফরিদ মালিক ও আব্দুল্লাহ আহমদজাই।

২০ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরে। যেখানে সফর শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। সাদা পোশাকের ম্যাচ শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে ২৯ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

আফগানিস্তান টেস্ট দল— হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বহির শাহ, শহিদুল্লাহ কামাল, ইসমাত আলম, শরাফউদ্দিন আশরাফ, জিয়াউর রহমান, ইয়ামিন আহমদজাই, জিয়াউর রহমান শরিফী, খলিলি গুরবাজ এবং বশির আহমেদ।

রিজার্ভ— ইব্রাহিম আব্দুলরহিমজাই, সেদিকউল্লাহ অটল এবং শামস উর রহমান।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল— রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, ইজাজ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রাহমান, বশির আহমেদ, ফরিদ মালিক এবং আবদুল্লাহ আহমদজাই।

রিজার্ভ— মোহাম্মদ গাজানফার এবং ফরিদুন দাউদজাই।

আরো পড়ুন: রশিদ খান