বিশ্বকাপে চোখ রেখে বাংলাদেশ সিরিজ জিততে চায় আফগানিস্তান

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ব্যাটিংয়ে রশিদ খান, ফাইল ফটো
বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ব্যাটিংয়ে রশিদ খান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আফগানিস্তান। এশিয়ার সেরা হওয়া আসরে নিজেদের ছন্দ হারিয়েছে রশিদ খানের দল। বাংলাদেশ সিরিজ জিতে সেই ছন্দ আবারো ফিরে পেতে চায় রশিদ খানের দল।

এশিয়া কাপে তিন ম্যাচ খেলে কেবল একটিতে জয় পায় আফগানরা। হংকংয়ের বিপক্ষে ৯৪ রানের বড় ব্যবধানে জিতে দলটি। আগে ব্যাটিং করে আফগানরা করে ছয় উইকেটে ১৮৮ রান, জবাবে হংকং থামে ৯ উইকেটে ৯৪ রান করে।

এরপর আর জিততে পারেনি আফগানরা। বাংলাদেশের বিপক্ষে দলটি হারে আট রানে। বাংলাদেশ আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে ১৫৪ রান তুললে আফগানরা থামে ১৪৬ রানে। এরপর শ্রীলঙ্কা আফগানদের হারায় ছয় উইকেটে।

২০ ওভারে আট উইকেটে ১৬৯ রান তোলে আফগানরা। শ্রীলঙ্কা এই রান তাড়া করে ১৮.৪ ওভারে। আপাতত এশিয়া কাপের হতাশাজনক পারফরম্যান্স মাথায় নেই আফগানদের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজের শুরু করতে চায় আফগানরা।

সিরিজ শুরুর আগে রশিদ খান বলেন, 'আমরা এশিয়া কাপে হেরে গিয়েছিলাম, যার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এটাই খেলা। আপনি সবসময়ই আপনার ভুল থেকে শেখেন। এবং এই সিরিজটি আমাদের জন্য একত্রিত হওয়ার এবং আসন্ন বিশ্বকাপের জন্য একটি ভালো প্রস্তুতি নেয়ার একটি ভালো সুযোগ।'

'বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত থাকাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এশিয়া কাপ আমাদের জন্য এক ধরনের প্রস্তুতি ছিল এবং এই সিরিজটিও তাই। মূল ফোকাস হলো আমরা কীভাবে বিশ্বকাপের জন্য একটি নিখুঁত দল হতে পারি।'

এশিয়া কাপে বাংলাদেশের হয়ে আলো ছড়ান সাইফ হাসান। ১২৮.০৫ স্ট্রাইক রেট এবং ৪৪.৫০ গড়ে চার ম্যাচে ১৭৮ রান করেন এই ওপেনার। দুটি হাফ সেঞ্চুরি আসে সাইফের ব্যাটে। তার উচ্ছ্বসিত প্রশংসা করেন রশিদ।

তিনি বলেন, 'আমরা এশিয়া কাপেও দেখেছি সাইফ হাসানকে। আমি মনে করি তিনি এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছেন। তার উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল এবং তিনি পরিষ্কার মন নিয়ে খুব স্পষ্ট ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি দুর্দান্ত প্রতিভা, দুর্দান্ত আবিষ্কার।'