পারল না সিলেট, জাতীয় লিগে শিরোপা জিতল রংপুর
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি বিভাগে শিরোপা জিতেছিল রংপুর। এবার চার দিনের খেলায়ও শিরোপা নিশ্চিত করেছে দলটি। মূলত সিলেট ব্যর্থ হওয়ার কারণেই শিরোপার ছোঁয়া পেয়েছে রংপুর। গতকাল ম্যাচের তৃতীয় দিন খুলনাকে সাত উইকেটে হারায় রংপুর।