promotional_ad

রংপুরের জয়রথ থামিয়ে মেট্রোর ছয়ে ছয়

টানা ৫ জয়ের পর হেরে হতাশ আকবর আলী (মাঝে) , ক্রিকফ্রেঞ্জি
এনসিএল টি-টোয়েন্টিতে টানা জয়ের ভেলায় ভাসছিল রংপুর এবং ঢাকা মেট্রো। দুই দলই নিজেদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে টানা পাঁচটি করে ম্যাচ জিতে। মুখোমুখি লড়াইয়ে অবশ্য ঢাকা মেট্রোর সাথে পারল না রংপুর। আকবর আলীর দল হারে সাত উইকেটে। অপরদিকে ষষ্ঠ ম্যাচে নিজেদের ষষ্ঠ জয় পেল মেট্রো।

promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে এ দিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। আগের ম্যাচগুলোতে তাদের ব্যাটিংয়ের সঙ্গে এ দিন যেন তেমন মিলই ছিল না। স্কোরবোর্ডে ৩৮ রান তুলতে ছয় উইকেট হারায় তারা।


আরো পড়ুন

এনসিএল টি-টোয়েন্টিতে ছক্কা-চারে যাদের ব্যাটে আলোর ছোঁয়া

২৪ ডিসেম্বর ২৪
ব্যাটিংয়ে এনসিএল টি-টোয়েন্টিতে সেরা পাঁচ, ক্রিকফ্রেঞ্জি

মূলত আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনির দারুণ বোলিংয়ের সামনে নতজানু হয় দলটি। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে তানবির হায়দার এবং মিম মোসাদ্দেকের উইকেট নেন তিনি। ১০ বলে দুই রান করা তানবির মাঠ ছাড়েন স্টাম্পিং হয়ে, ছয় বলে এক রান করা মোসাদ্দেক হন বোল্ড।


এর আগে তিন রান করা খালিদকে ফেরান রাকিবুল হাসান। ষষ্ঠ ওভারের মধ্যে আকবরকেও ফেরান আলিস। রংপুরের অধিনায়ক এ দিন এক রানের বেশি করতে পারেননি। এরপর আবু হায়দার রনি বোলিংয়ে এসে ফেরান নাঈম ইসলাম (৭) এবং আরিফুল হককে (১৭)।



promotional_ad

সপ্তম উইকেটে আলাউদ্দিন বাবু ও এনামুল হকের ৬৪ রানের জুটিতে ১০০ রান পার করে রংপুর। রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আলাউদ্দিন বাবু। আর এনামুল অপরাজিত থাকেন ৩৪ রানে।


আরো পড়ুন

মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর

২৪ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত রংপুর দল, ক্রিকফ্রেঞ্জি

ইনিংসের তিন বল থাকি থাকতে ১২৫ রানে অলআউট হয় রংপুর। ঢাকা মেট্রোর হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি।


লক্ষ্য তাড়া করতে নেমে আলাউদ্দিন বাবুর নৈপুণ্যে ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারায় মেট্রো। ইমরানউজ্জামান ১৫ বলে ২৫ রান করে বোল্ড হন, ইনফর্ম ওপেনার নাইম শেখ করেন ১৩ বলে ৭ রান। এরপর অবশ্য সাদমান ইসলামের ৩৭ বলে ৫৪ এবং আনিসুল ইসলামের ৩০ বলে ২৯ রানের ইনিংসে ম্যাচ জিতে মেট্রো।



মাত্র ১৫.৩ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে টেবিলের শীর্ষে ওঠে মেট্রো। টানা ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্ট তাদের। টানা পাঁচ ম্যাচ জেতা রংপুরও ঢাকা মেট্রোর সঙ্গে নিশ্চিত করেছে প্লে অফ খেলা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball