জয়-ইয়াসিরের সেঞ্চুরি, তাইজুলের ৪ উইকেট
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনেই ব্যাটে হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। তাদের দুজনের সেঞ্চুরিতে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০১ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্যাটিংয়ে নেমে ১ রান তুলতেই ২ উইকেট নেই রাজশাহীর। ভিন্ন ম্যাচে জিয়াউর রহমান ও শেখ পারভেজ জীবনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান তুলেছে খুলনা বিভাগ।