ক্যারিয়ারসেরা ইনিংসে খেলে ১৯ ধাপ এগোলেন জয়, পেছালেন মুশফিক

বাংলাদেশ
ক্যারিয়ারসেরা ইনিংসে খেলে ১৯ ধাপ এগোলেন জয়, পেছালেন মুশফিক
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। পরের ম্যাচে সাউথ আফ্রিকার ডারবানে পেয়েছিলেন সেঞ্চুরিও। সেই ম্যাচের পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ডানহাতি এই ব্যাটার। মাঝে টেস্ট দল থেকে বাদও পড়েছিলেন তিনি। ফেরার ম্যাচে নিজেকে রাঙিয়েছেন জয়, খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংসও।

সবশেষ কয়েক বছরে নিজেকে মেলে ধরতে না পারা ২৫ বছর বয়সি ওপেনার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলেছেন ১৭১ রানের ইনিংস। ওমন ব্যাটিংয়ের পর আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে গেছেন তিনি। ৪১৯ রেটিং পয়েন্ট নিয়ে ৭৪ নম্বরে আছেন জয়। আরেক ওপেনার সাদমান ইসলাম প্রথম টেস্টে ১০৪ বলে ৮০ রান করেছিলেন।

এমন ইনিংসে ২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ফিরে পাওয়ার ম্যাচে ১১৪ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সে ৪ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন। বাকিদের বেশিরভাগই র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। ভালো করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে গেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটার ৩৭ নম্বরে আছেন। এক ধাপ পিছিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া জাকের আলী এক ধাপ, জাকির হাসান তিন ধাপ পিছিয়ে গেছেন। আগের মতোই নিজেদের পুরনো অবস্থান আছেন লিটন দাস ও মুমিনুল হক। বোলিংয়েও বাংলাদেশের বেশ কজনের উন্নতি হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলে ৩ উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। যার ফলে ৭ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই পেসার। ২ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ৫০ নম্বরে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। পেসারদের মধ্যে পিছিয়ে গেছেন ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। অবনতি হয়েছে স্পিনার তাইজুল ইসলাম ও মিরাজের।

আরো পড়ুন: মাহমুদুল হাসান জয়