
বিপিএল নিয়ে প্ল্যান নেই, টিম পেলে খেলব নয়ত খেলব না: নাসির
হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় ক্রিকেট লিগে রংপুরকে ফাইনালে তুললেন নাসির হোসেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে রীতিমতো হারিয়ে যাওয়া এই ক্রিকেটার আবারও ফিরতে চান জাতীয় দলে। এর আগে সুযোগ মিললে বিপিএলেও খেলতে চান তিনি।