promotional_ad

‘অধিনায়ক’ লিটনের কাছে অনেক প্রত্যাশা নাসিরের

নাসির হোসেন (বামে) ও লিটন দাস (ডানে), ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কয়েকদিন আগেই এসেছে বড় এক পরিবর্তন। টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের ভার উঠেছে লিটন দাসের কাঁধে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে সামলাতে হবে নেতৃত্বের গুরুদায়িত্ব। আর সেই দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে উড়াল দিয়েছে টাইগাররা। ভক্তদের মাঝে দেখা দিয়েছে নতুন রোমাঞ্চ, নতুন স্বপ্ন।

promotional_ad

লিটনের অধিনায়কত্ব নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা, বিশ্লেষণ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার নেতৃত্বগুণেও নিজেকে প্রমাণ করতে হবে ডানহাতি এই ব্যাটারকে। অনেকেই মনে করছেন, লিটনের হাতে তুলে দেয়াটা ছিল সময়ের দাবি। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একসময়ের জাতীয় দলের নিয়মিত মুখ নাসির হোসেনও।


আরো পড়ুন

জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের

৭ এপ্রিল ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি

নাসির বলেন, 'যদি নিজের খেলাটা খেলে তাহলে ভালো খেলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি ও যে ধরণের প্লেয়ার। জাতীয় দলকে আরো অনেক কিছু দেওয়ার আছে ওর।'


শুধু অধিনায়ক লিটন নয়, সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান নিয়েও আশাবাদী নাসির। তবে তার মতে, বারবার নেতৃত্ব বদলালে ক্ষতি হবে খেলোয়াড় ও দলের। আর তাই মেহেদীকেও লম্বা সময়ের জন্যই চান তিনি।


promotional_ad



আরো পড়ুন

অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন

১২ মে ২৫
অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

নাসির আরো বলেন, 'শেখ মেহেদী অনেক টেলেন্টেড একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয় যদি দিয়ে থাকে তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন না হয় যে একটা বা দুইটা সিরিজ পরে পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয় যদি সে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করে ওর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।'


শুধু নেতৃত্ব নয়, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো নিয়েও চিন্তিত নাসির। তার মতে, সুযোগ-সুবিধার দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে দেশ।


তিনি বলেন, 'ইন্ডিয়ার একটা স্কুলেরও যে সুযোগ সুবিধা রয়েছে, আমাদের জাতীয় দলের সেটি নেই। সে অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে, তবে আরো ভালো খেলার সুযোগ ছিল। ভালো খেলতে পারতো আশা করি, সব সময় যেন ভালো খেলুক দেশের জন্য সুনাম বয়ে আনুক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball