
নাসির-নাইমের ব্যাটে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
এনসিএল টি-টোয়েন্টির গত আসরে ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল রংপুর বিভাগ। এবারও ফাইনালে জায়গা করে নিয়ে শিরোপার দাবি জানিয়ে রেখেছিল দলটির। এবারের ফাইনালে খুলনাকে মাত্র ১৩৬ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আকবর আলীর দল। আর তাতেই টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পেয়েছে দলটি।