
খুলনাকে শিরোপা উপহার দিতে চান মিঠুন
এনসিএল টি-টোয়েন্টির টানা দ্বিতীয় আসরেও ফাইনাল খেলবে রংপুর। এবারের আসরে রংপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠলেও তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখছেন মোহাম্মদ মিঠুন। রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো খুলনাকে শিরোপা জেতাতে চান দলটির অধিনায়ক।