সাদমানের ‘প্রথম’ সেঞ্চুরিতে জিতল ঢাকা মেট্রো

ঘরোয়া
সাদমানের ‘প্রথম’ সেঞ্চুরিতে জিতল ঢাকা মেট্রো
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম, এনসিএল টি-টোয়েন্টি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে নামটা জুড়ে গেছে সাদমান ইসলামের। গায়ে টেস্ট ব্যাটারের তকমা সেঁটে গেলেও টি-টোয়েন্টিতে চমক দেখালেন বাঁহাতি এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে পেয়েছেন ২০ ওভারের ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সাদমানের সেঞ্চুরির সঙ্গে মাহফিজুল ইসলাম রবিনের হাফ সেঞ্চুরি। তাদের দুজনের ১৭৭ রানের উদ্বোধনী জুটিতেই ১৯৭ রানের পুঁজি পেয়েছে ঢাকা মেট্রো।

লক্ষ্য তাড়ায় একেবারে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল বিভাগ। মারুফ মৃধা, আবু হায়দার রনি ও রাকিবুল হাসানদের সামনে দাঁড়াতেই পারেননি সালমান হোসেন ইমন, ফজলে মাহমুদ রাব্বিরা। দিশা খুঁজে না পেয়ে ১৭.৫ ওভারে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় বরিশাল। সাদমান ও মাহফিজুলের ব্যাটিংয়ের সঙ্গে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৯৬ রানের জয় পেয়েছে ঢাকা মেট্রো। প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাদমান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন সাদমান ও মাহফিজুল। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৫ রান তোলে ঢাকা মেট্রো। সেই ধারা অব্যাহত থাকে পাওয়ার প্লে শেষেও। ছক্কা মেরে ৩৬ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পান সাদমান। বাঁহাতি ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ১০.২ ওভারে একশ ছুঁয়ে ফেলে ঢাকা মেট্রো। অন্যপ্রান্তে দ্রুত রান তুলতে থাকেন মাহফিজুলও।

তরুণ এই ওপেনার হাফ সেঞ্চুরি করেছেন ৩০ বলে। দুজনই সেঞ্চুরির পথে হাঁটছিলেন। তবে মাহফিজুলকে সেঞ্চুরি করতে দেননি ইফতেখার হোসেন ইফতি। কাভারে সালমানের হাতে ক্যাচ দিয়ে ডানহাতি এই ওপেনার ফেরেন ২ ছক্কা ও ৯ চারে ৪৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে। মাহফিজুলের বিদায়ে ভাঙে সাদমানের সঙ্গে ১৭৭ রানের উদ্বোধনী জুটি। এনসিএল টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

মাহফিজুল ফেরার পর ইনিংসের ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে স্কয়ার লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ৫৯ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন সাদমান। যদিও সেঞ্চুরির পর ইফতির বলে ফিরেছেন ৪ ছক্কা ও ১১ চারে ৬১ বলে ১০১ রানের ইনিংস খেলে। বাকিদের মধ্যে আইচ মোল্লাহ ১১ রান করেছেন। মূলত মাহফিজুল ও সাদমানের ব্যাটেই ২০ ওভারে ১৯৭ রান তোলে ঢাকা মেট্রো। বরিশালের হয়ে ২ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ইফতি।

১৯৮ রানের লক্ষ্য তাড়ায় বরিশালের কোনো ব্যাটারই সেভাবে থিতু হতে পারেননি। সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মারুফের তিন, আবু হায়দার ও রাকিবুলের দুইটি করে উইকেটে মাত্র ১০১ রানে অল আউট হয় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ২৬ রান করেছেন ওপেনার আজমীর আহমেদ। এ ছাড়া জাহিদুজ্জামান খান ১৮, ফজলে রাব্বি ১৬ ও সাইফুল ইসলাম ১০ রান করেছেন। এখন পর্যন্ত ৬ ম্যাচের মাত্র একটিতেও জয়ের দেখা পায়নি বরিশাল।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি