
ভালো সুযোগ-সুবিধা হয়তো দিতে পারব কিন্তু মন পরিষ্কার করে দিতে পারব না: রাজ্জাক
একটা সময় বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তবে ক্যারিয়ারের শেষের দিকে এসে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না সাবেক এই স্পিনার। পরবর্তীতে পেশাদার ক্রিকেট অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব নেন তিনি। সবশেষ কয়েক বছরে নির্বাচক হিসেবেই কাজ করেছেন রাজ্জাক। মনোনয়ন পত্র কেনার দিনও সবাই জানতেন এখনো নির্বাচক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।