নতুন পুনর্বিন্যাস অনুযায়ী, নারীদের ক্রিকেট উইংয়ের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। তিনি আব্দুর রাজ্জাক রাজের স্থলাভিষিক্ত হচ্ছেন। যদিও রাজ্জাক রাজ নারী বিভাগের সহকারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
একইসাথে রাজ্জাককে নতুনভাবে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে। তিনি এই দায়িত্বে খালেদ মাসুদ পাইলটের স্থলাভিষিক্ত হয়েছেন। হাই পারফরম্যান্স ইউনিটকে আরও গতিশীল করতে রাজ্জাকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিসিবি প্রত্যাশা করছে।
পাইলটকে বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে স্থানান্তর করা হয়েছে। মাঠ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে তার দায়িত্ব এখন নতুনভাবে নির্ধারিত হলো, যা ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বোর্ড জানিয়েছে।
গ্রাউন্ডস কমিটির আগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম। সাম্প্রতিক বোর্ড নির্বাচনের পর তিনি এই কমিটির নেতৃত্বে ছিলেন।
নতুন দায়িত্ব বণ্টনের ফলে তিনি এখন সভাপতির অন্যান্য দায়িত্বে আরও বেশি মনোযোগ দিতে পারবেন বলে বিসিবি তাদের বিবৃতিতে জানায়। বিসিবি জানায়, এই পুনর্বিন্যাসের মাধ্যমে প্রতিটি কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ক্রিকেটের বিভিন্ন খাতে দক্ষতা বাড়বে।