promotional_ad

বাংলাদেশের ব্যাটিং ধসকে নিছক ‘দুর্ঘটনা’ বলছেন রাজ্জাক

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রাজ্জাক, ক্রিকফ্রেঞ্জি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় ব্যাটিং ধসের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ। মাত্র ৩৫ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। যদিও তাওহীদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে ভর করে বাংলাদেশ অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে রক্ষা পায়। তবে শেষ রক্ষা হয়নি। ভারত শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

promotional_ad

বাংলাদেশের এই ব্যাটিং ধসকে নিছক দুর্ঘটনা মনে করেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন রাজ্জাক। বাংলাদেশ এরকম ব্যর্থতা হওয়ার মতো দল নয় বলেও মনে করেন তিনি। পরের ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বাংলাদেশ দলের সাবেক এই স্পিনারের।


আরো পড়ুন

আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক

১ ঘন্টা আগে
শিরোপা জয়ের পর হার্দিক, আইসিসি

সাংবাদিকদের রাজ্জাক বলেছেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা না টেনে বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমরা যেরকম দল, ওরকম নই (দ্রুত ধসে পড়া)। ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। ওয়ানডেতে ওই অবস্থায় নেই আমাদের টপ অর্ডার। গত ম্যাচে যা একটু খারাপ হয়েছে। আশা করি পরের ম্যাচে এটা হবে না।’



promotional_ad

সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। ভারতের বিপক্ষে এই উইকেটরক্ষক ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। বাংলাদেশের হয়ে সবশেষ ১৪ ওয়ানডেতে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন।  রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে চিন্তিত নন। এই ব্যাটারকে নিয়ে রাজ্জাক বলেন, ‘কেন চিন্তার বিষয় হবে? একটা ম্যাচ খারাপ করেছে, এটা যে কারও হতে পারে। এটা মুশফিক, তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী—যে কারও হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে আমাদের কাছে।’


রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তারা আছে উড়ন্ত ফর্মে। পাকিস্তানকে হারিয়ে দিয়ে তারা দারুণ শুরু পেয়েছে। এর আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয়ের স্মৃতি যোগ করেছে কিউইরা। কিউইদের বিপক্ষে ম্যাচের ওপরই নির্ভর করছে বাংলাদেশের সেমি ফাইনালে খেলা না খেলার বিষয়টিও।



রাজ্জাক বাংলাদেশকে নিউজিল্যান্ডের চেয়ে খুব একটা পিছিয়ে রাখছেন না। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে, জানি না। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি। একটু তো হতাশা থাকেই। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ মেলাতে চাই না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball