রোহিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি
সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছিলেন বিরাট কোহলি। সিরিজ শেষে ভারতের সময়ের অন্যতম সেরা ব্যাটার এগোলেন আরও দুই ধাপ। ড্যারিল মিচেল ও ইব্রাহিম জাদরানকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন তিনি। রোহিত শর্মাকে পেছনে ফেলে আবারও সিংহাসন পুনরূদ্ধার করতে কোহলির প্রয়োজন ৯ রেটিং পয়েন্ট।