ভারতের মান্ধানাকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের সিভার-ব্রান্ট

স্মৃতি মান্ধানা ও ন্যাট সিভার-ব্রান্ট
ওয়ানডেতে নারী ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানা ও লরা উলভার্টকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন ন্যাট সিভার-ব্রান্ট। তিনি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ খেলার পুরষ্কার পেয়েছেন। মঙ্গলবার নারী ক্রিকেটারদের হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

promotional_ad

সেখানেই চমক দেখিয়েছেন সিভার-ব্রান্ট। দুই ধাপ এগিয়ে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছেন তিনি। ৩ পয়েন্ট পিছিয়ে ২ নম্বরে নেমে গেছেন ভারতীয় ব্যাটার মান্ধানা। আর এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার উলভার্ট।


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-ইমনের উন্নতি

১৬ জুলাই ২৫
বোলিংয়ে রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

তিনি মান্ধানার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছেন। ফলে বোঝাই যাচ্ছে শীর্ষ তিনের লড়াই দারুণভাবে জমে উঠেছে। এদিকে তৃতীয়বারের মতো আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন সিভার-ব্রান্ট। এর আগে ২০২৩ থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত শীর্ষে ছিলেন ইংলিশ এই ব্যাটার।


promotional_ad

এরপর সেই বছরের জুনে আবারও শীর্ষে জায়গা করে নেন সিভার-ব্রান্ট। তবে ডিসেম্বরের পর প্রতিযোগীতায় টিকতে না পেরে ৩ নম্বরে নেমে যান তিনি। সিভার-ব্রান্ট ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১০৫ বলে ৯৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন।


আরো পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৩ নম্বরে মান্ধানা

১ জুলাই ২৫
সেঞ্চুরির পর স্মৃতি মান্ধানা

ইংল্যান্ড ১৩ রানে হেরে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কারেন সিভার-ব্রান্ট। এই ম্যাচে হেরে ইংল্যান্ড সিরিজও হাতছাড়া করে। তারা ২-১ ব্যবধানে সিরিজ হারে ভারতের কাছে। সেই ম্যাচে সেঞ্চুরি তুলে নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিনি ১০ ধাপ এগিয়ে সেরা দশে ঢোকার অপেক্ষায় আছেন।


৬৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১১ নম্বরে। ১০ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যাশলে গার্ডনারের চেয়ে ভারতের অধিনায়ক পিছিয়ে আছেন মাত্র ৫ পয়েন্টে। মেয়েদের ওয়ানডের বোলার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন আসেনি। বোলারদের তালিকায় শীর্ষে আছেন সোফি এক্লেস্টোন আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে গার্ডনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball