ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ, এগোলেন মেহেদীও

বাংলাদেশ
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ, এগোলেন মেহেদীও
তানজিদ হাসান ও সাইফ হাসান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সিরিজ জুড়েই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে বিপরীত ছিলেন শুধু তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন তিনি। এবার তারই ফল পেলেন বাংলাদেশের এই ওপেনার।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৫ বলে ১৫ রান করে ফিরেছিলেন তানজিদ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান বাঁহাতি এই ব্যাটার। খেলেছেন ৬১ রানের ইনিংস। শেষ ম্যাচে পেতে পারতেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে তিনি আউট হয়ে যান ৮৯ রান করে।

আর তাতেই আইসিসির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তানজিদ। তিনি ১৭তম স্থানে উঠে এসেছেন। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট। এটি তার ক্যারিয়ার সেরা ব্যাটিং র‍্যাঙ্কিং। বাংলাদেশ দলের আর কোনো ব্যাটার আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি।

৯ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন সাইফ হাসান। ৩ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে নেমে গেছেন আরেক ব্যাটার তাওহীদ হৃদয়। ৪ ধাপ পিছিয়ে ৫৮তম স্থানে আছেন বাংলাদেশ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। ৬৫ নম্বরে নেমে গেছেন জাকের আলী অনিকও। ২ ধাপ পিছিয়েছেন তিনি।

অধিনায়ক লিটন দাস অবশ্য ৪৪ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। তিনি যৌথভাবে ১৭ নম্বরে আছেন অক্ষর প্যাটেলের সঙ্গে। ৩ ধাপ উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব। ৩৪তম স্থানে আছেন ডানহাতি এই পেসার। অবনতি হয়েছে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান ১ ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনিই। ২ ধাপ পিছিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন রয়েছেন ২৬ নম্বরে। এদিকে ৫ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন তাসকিন আহমেদ। ৫ ধাপ পিছিয়ে ৫০ নম্বরে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১ ধাপ পিছিয়েছেন নাসুম আহমেদ। তিনি ৩০ নম্বরে। ৭ ধাপ পিছিয়েছেন হাসান মাহমুদও। তিনি আছেন ৭৬ নম্বরে।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিং