উইকেটরক্ষক ব্যাটার লিটন আট ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন। আট ধাপ উন্নতিতে এখন ৪৬ নম্বরে আছেন বাংলাদেশ দলের বিশেষজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হক। দুই ইনিংসে যথাক্রমে ৬৩ ও ৮৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৩৪ রান ও দ্বিতীয় ইনিংসে ৬০ রান করা মাহমুদুল হাসান জয় উন্নতি করেছেন দুই ধাপ। তার অবস্থান ৭২ নম্বরে।
বোলারদের তালিকায় উন্নতি করেছেন তাইজুল ইসলাম। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে ভালো অবস্থানে আছেন। চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তাইজুল। মিরপুরে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারানোর ম্যাচে বল হাতে বড় অবদান ছিল তাইজুলের। এই স্পিনার দুই ইনিংসেই ৪টি করে উইকেট তুলে নেন। আর তাতেই ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি। এই ম্যাচে উজ্জ্বল ছিলেন আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদও।
তিনি দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ও প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে ৪০ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৫২ নম্বরে। এদিকে ৫ ধাপ উন্নতি করেছেন পেসার খালেদ আহমেদ। তিনি ৩ উইকেট নিয়ে উঠে এসেছেন ৮৬তম স্থানে। তেস্টের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন জো রুট।
এদিকে ট্রাভিস হেড পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে বিস্ফোরক সেঞ্চুরি তুলে নিয়ে ৪ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়েছেন ইংল্যান্ডকে নাকানিচুবানি খাওয়ানো মিচেল স্টার্ক। তিনি পঞ্চম স্থানে উঠেছেন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রিত বুমরাহ।
টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে এখন তিনে। সামনে আর টেস্ট সিরিজ না থাকায় তার আরও পিছিয়ে যাওয়ার জোর সম্ভাবনা আছে।