
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে গিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই গত রাতে দেশে ফিরেছেন তিনি।