লিটনের বদলি ঘোষণা করল করাচি কিংস

ছবি: লিটন দাসের বদলি বেন ম্যাকডারমট

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলা এই উইকেটরক্ষক দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
বিগ ব্যাশে ১০৩টি ম্যাচ খেলে ১৬টি হাফ সেঞ্চুরি এবং তিনটি সেঞ্চুরিসহ ১৩৮.৪০ স্ট্রাইক রেটে দুই হাজার ৭৮২ রান করেন ম্যাকডারমট। বিগব্যাশ ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগ, এসএ টোয়েন্টি, ভাইটালিটি ব্লাস্ট এবং দ্যা হান্ড্রেডে খেলেছেন তিনি।
এদিকে সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে ভেড়ায় করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। দেশ ছাড়ার আগে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশা করেছিলেন লিটন।

হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের
২৭ এপ্রিল ২৫
তবে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে। অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।
এদিকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানাও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে এই পেসারকে পাবে না তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া নাহিদ তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।
নাহিদ রানা পিএসএলে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। রিশাদ দলের সঙ্গেই আছেই। যদিও লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেননি তিনি।
Squad update! 🔄
— Karachi Kings (@KarachiKingsARY) April 12, 2025
The 🇦🇺 powerhouse Ben McDermott joins Karachi Kings as a replacement for Litton Das in the #KingsSquad 💙❤️#YehHaiKarachi | #KarachiKings pic.twitter.com/z1SCYudgl5