promotional_ad

লিটনের বদলি ঘোষণা করল করাচি কিংস

লিটন দাসের বদলি বেন ম্যাকডারমট
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে রওনা দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। তার পরিবর্তে বেন ম্যাকডারমটকে স্কোয়াডে ভিড়িয়েছে করাচি কিংস।

promotional_ad

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলা এই উইকেটরক্ষক দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

বিগ ব্যাশে ১০৩টি ম্যাচ খেলে ১৬টি হাফ সেঞ্চুরি এবং তিনটি সেঞ্চুরিসহ ১৩৮.৪০ স্ট্রাইক রেটে দুই হাজার ৭৮২ রান করেন ম্যাকডারমট। বিগব্যাশ ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগ, এসএ টোয়েন্টি, ভাইটালিটি ব্লাস্ট এবং দ্যা হান্ড্রেডে খেলেছেন তিনি।


এদিকে সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে ভেড়ায় করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। দেশ ছাড়ার আগে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশা করেছিলেন লিটন।


promotional_ad



আরো পড়ুন

হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের

২৭ এপ্রিল ২৫
করাচির অনুশীলনে অ্যাডাম মিলনে, পিএসএল

তবে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে। অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।


এদিকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানাও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে এই পেসারকে পাবে না তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া নাহিদ তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।


নাহিদ রানা পিএসএলে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। রিশাদ দলের সঙ্গেই আছেই। যদিও লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেননি তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball