পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

ছবি: লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশ ছাড়ার আগে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশা করেছিলেন লিটন। তবে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে।
লিটনের বদলি ঘোষণা করল করাচি কিংস
১২ এপ্রিল ২৫
অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।
দেশে ফিরে লিটন বলেন, 'তারা যথেষ্ট হেল্পফুল। মন মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ কল আমার উপরে ছেড়ে দিয়েছিল যে আমি কি করব। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যাথা হছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া ওরকম একটা টুর্নামেন্ট খেলা খুব কষ্ট।'

রিশাদ লাহোর কালান্দার্সের সম্পদ: ভিসে
২২ মিনিট আগে
'আমি মনে করেছি, যেহেতু সামনে জাতীয় দলের খেলা আছে, রিকভারি হওয়া দরকার, এজন্য চলে এসেছি। এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি হারালাম।
এদিকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানাও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে এই পেসারকে পাবে না তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া নাহিদ তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।
নাহিদ রানা পিএসএলে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। রিশাদ দলের সঙ্গেই আছেই। যদিও লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেননি তিনি।