ক্যারিয়ারসেরা ইনিংসে খেলে ১৯ ধাপ এগোলেন জয়, পেছালেন মুশফিক
২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। পরের ম্যাচে সাউথ আফ্রিকার ডারবানে পেয়েছিলেন সেঞ্চুরিও। সেই ম্যাচের পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ডানহাতি এই ব্যাটার। মাঝে টেস্ট দল থেকে বাদও পড়েছিলেন তিনি। ফেরার ম্যাচে নিজেকে রাঙিয়েছেন জয়, খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংসও।