৪ নম্বর থেকে ওপেনিংয়ে ইমন, কারণ জানালেন কোচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। শুরুর বেশ কয়েকটি ম্যাচেই তাকে চার নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। নতুন এই পজিশনে নেমে ব্যাট হাতেও সফল হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে ২০১ রান করেছেন তিনি। তবে সোমবার তাকে সিলেটের হয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে।