রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

ছবি: ক্রিকফ্রেঞ্জি

মোসাদ্দেক হোসেন সৈকতের চারটির সঙ্গে আরেক স্পিনার রাকিবুল হাসান নিয়েছেন তিনটি। তাদের দুজনের ওমন বোলিংয়েই রূপগঞ্জকে ২২৫ রানে আটকে দেয় আবাহনী। সহজ লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমন ও জিসান আলমের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে মোসাদ্দেক-পারভেজ ইমনরা। ১৩ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়ন। শেষ ম্যাচে মোহামেডানকে হারাতে পারলেই শিরোপা ঘরে তুলবে আবাহনী।
কিউইদের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলে সোহান-বিজয়-মুস্তাফিজরা
৩ ঘন্টা আগে
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয়ের জন্য ২২৫ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন শাহরিয়ার কমল ও পারভেজ ইমন। ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তোলা শাহরিয়ারকে ফিরিয়ে ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শেখ মেহেদী। ডানহাতি অফ স্পিনারকে ছক্কা মারার পরের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন শাহরিয়ার। তবে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন সমান তিনটি করে ছক্কা ও চারে ২০ বলে ৩২ রান করা ডানহাতি ওপেনার।
তিনে নামা জিসানকে সঙ্গে জুটি গড়ে আবাহনীকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পারভেজ ইমন। সাবধানী ব্যাটিংয়ে ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। যদিও সেঞ্চুরির আগেই ফিরে যেতে হয়েছে বাঁহাতি ওপেনারকে। স্বাধীন ইসলামের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন পারভেজ ইমন। দারুণ ছন্দে থাকা ব্যাটার ফেরেন ৮৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে। একটু পর হাফ সেঞ্চুরি করেন জিসানও।
দেখেশুনে ব্যাটিং করতে থাকা জিসান পঞ্চাশ ছুঁয়েছেন ৬১ বলে। ডানহাতি ব্যাটারও আউট হয়েছেন পারভেজ ইমনের মতো হাফ সেঞ্চুরি পেয়েই। সাইফকে টানা দুই ছক্কা মারার পরের বলে স্লপ সুইপ করে আউট হয়েছেন মেহেদী মারুফের হাতে ক্যাচ দিয়ে। জিসানের ব্যাট থেকে এসেছে ৬৩ রান। পরবর্তীতে এসএম মেহেরব ২৪ ও মোহাম্মদ মিঠুন ২৯ রান করে আবাহনীর জয় নিশ্চিত করেছেন।

বিজয়ের সেঞ্চুরি ম্লান করে আবাহনীর আরেকটি জয়
২৩ এপ্রিল ২৫
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রূপগঞ্জ। মোসাদ্দেকের গুড লেংথে পড়ে টার্ন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফিরেছেন মাত্র ৫ রানে। তিনে নেমে দ্রুতই আউট হয়েছেন সৌম্য সরকার। আগের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন ১১ বলে ২ রানে।
সৌম্যকেও ফিরিয়েছেন মোসাদ্দেকই। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ওয়াইড লং অফ দিয়ে খেলতে গিয়ে সীমানার কাছে থাকা আনামুল হককে ক্যাচ দিয়েছেন। ওপেনার সাইফ হাসান দেখেশুনে খেললেও ইনিংস বড় করতে পারেননি। রাকিবুল হাসানের বলে ছক্কা মারতে গিয়ে শাহরিয়ারের হাতে ক্যাচ দিয়েছেন ২৮ রানে। আগের ম্যাচেই দারুণ এক ইনিংস খেলা আফিফ হোসেন ধ্রুব আবাহনীর বিপক্ষে ১ রানের বেশি করতে পারেননি। তাকেও আউট করেছেন মোসাদ্দেক।
৬৫ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন আকবর আলী ও মেহেদী মারুফ। তাদের দুজনের ৫০ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক। ডানহাতি অফ স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৫ রান করা আকবর। হাফ সেঞ্চুরি পাওয়ার আগে আউট হয়েছেন ৪৮ রানের ইনিংস খেলা মারুফ। আরেক ব্যাটার শেখ মেহেদী ফিরেছেন দ্রুতই। শেষের দিকে রিজওয়ানের ৪০ ও শরিফুলের ৪ ছক্কায় ৩৪ রানের ক্যামিও ইনিংসে ২২৫ রান তোলে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর—
লিজেন্ডস অব রূপগঞ্জ— ২২৫/৯ (৫০ ওভার) (সাইফ ২৮, মারুফ ৪৮, আকবর ৩৫, রিজওয়ান ৪০, শরিফুল ৩৪*; মোসাদ্দেক ৪/৪১, রাকিবুল ৩/৪১)
আবাহনী লিমিটেড— ২২৬/৩ (৩৭.৩ ওভার) (পারভেজ ইমন ৭৩, জিসান ৬৩, শাহরিয়ার ৩২, মিঠুন ২৯*; মেহেদী ১/৫০)