‘শট খেলা ছাড়া বিকল্প ছিল না’, তাই নাসিরকে পেয়ে খুশি ছিলেন মঈন
অধিনায়কের ভুল সিদ্ধান্তে ম্যাচের গতিপথ ভিন্নদিকে বদলে যাওয়া ক্রিকেটে নতুন কিছু নয়। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সেটআপ বা ব্যাটিং অর্ডার- সবকিছুই যেন মুহূর্তের হিসাব। কখনও সিদ্ধান্ত পক্ষে আসে, কখনও আসে না। ঢাকার বিপক্ষে সিলেট টাইটান্সের ম্যাচে এমনই এক সিদ্ধান্ত নিয়ে পরে আক্ষেপে পুড়েছেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন।