
৮ বলে পুরো দিন খোয়াল ভারত
দ্বিতীয় দিনের খেলার তখনও প্রায় মিনিট বিশেক বাকি! স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের ফুল ডেলিভারি অন সাইডে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। বোল্যান্ডের বল ব্যাটে লাগতেই কোনকিছুতে না তাকিয়েই দৌড় দেন বাঁহাতি এই ওপেনার। মিড অনে ফিল্ডিং করা প্যাট কামিন্সের দিকে তাকিয়ে বল দেখছিলেন বিরাট কোহলি। রান নেয়ার আগ্রহ থাকলেও নন স্ট্রাইক প্রান্ত তেমন একটা ছাড়েননি তিনি। জয়সাওয়াল অবশ্য এত কিছু খেয়াল না করে ততক্ষণে পিচের অর্ধেকটা পেরিয়ে এসেছেন।