কনস্টাসকে ধাক্কা দেয়ায় কোহলির জরিমানা
ছবি: প্রথম ইনিংসের ১০ম ওভার শেষে তর্কে জড়িয়েছেন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস, এএফপি
অজি এই ব্যাটার চোখ রাঙিয়ে সঙ্গে সঙ্গে কিছু একটা বলেন কোহলিকে। ক্রিকেট মাঠে বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে থাকা কোহলিও চুপ থাকেননি। কথার লড়াইয়ে সামিল হন দুজনই। শেষমেষ আরেক অজি ওপেনার খাওয়াজা এবং অনফিল্ড আম্পায়ারের প্রচেষ্টায় থামানো হয় তাদের দুজনকে। এমন ঘটনায় কোহলিকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাস চালকের পরিকল্পনায় কোহলিকে আউট করেছেন হিমানশু
৪ ফেব্রুয়ারি ২৫ক্রিকেটে শারীরিক সংঘর্ষের কোন সুযোগ নেই। আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদে বলা হয়েছে, ক্রিকেটে যেকোনো ধরনের অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। কোন ধরনের সীমাবদ্ধতা ছাড়াই কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়াভাবে কিংবা অবহেলা করে হেঁটে যাওয়ার সময় যদি অন্য কোন খেলোয়াড় বা আম্পায়ার ধাক্কা দেয় তাহলে এই নিয়ম ভঙ্গ করবে।
আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। কোহলির পাশাপাশি কনস্টাসকেও জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলা ডানহাতি ওপেনারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস
৪ ফেব্রুয়ারি ২৫প্রথম দিনের খেলা শেষে তাদের দুজনের বিপক্ষে অভিযোগ করেন জোয়েল উইলসন, মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কোহলিকে জরিমানা করেছে আইসিসি। নিজেদের দোষ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির কোন প্রয়োজন হয়নি।
বোর্ডার-গাভাস্কার সিরিজে তিন ম্যাচ শেষে ১-১ সমতায় অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে টস জিতে আগে ব্যাটিং করছে অজিরা। কনস্টাস, খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথের হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অজিরা। তিন উইকেট নিয়ে ভারতের হয়ে দিনের সেরা বোলার জসপ্রিত বুমরাহ।