ইতিহাসগড়া অজি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি
ছবি: তাহমিদ ইসলাম (বামে), স্যাম কনস্টাস (ডানে), ফাইল ফটো
ম্যাচের এক পর্যায়ে ধারাভাষ্যের কক্ষ থেকে বলা হয় কনস্টাসের উঠে আসার গল্প। আর সেই গল্প বলতে গিয়েই ধারাভাষ্যকার বলেন বাংলাদেশী বংশদ্ভুত অস্ট্রেলিয়ান নাগরিক তাহমিদ ইসলামের কথা। অনেক ছোটবেলা থেকেই কনস্টাসের ব্যাক্তিগত ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তাহমিদ।
হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস
৪ ফেব্রুয়ারি ২৫জন্ম, বেড়ে ওঠা কিংবা ক্যারিয়ার- সব কিছুই অস্ট্রেলিয়াতে হলেও ধারাভাষ্য কক্ষে কিংবা অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেয়া হয় বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণি ক্রিকেটার হিসেবে।
প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তাহমিদ। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল যখন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলো, তখন তিনি বল করেছিলেন বাংলাদেশের অনুশীলন নেটে। তারপর নজর কাড়েন বাংলাদেশের ততকালিন কোচ চান্ডিকা হাথুরুসিংহের। তারপর ২০১৭ সালে ঢাকায় আসেন, খেলেন প্রাইম ব্যাংকের হয়ে। সেই দলে খেলেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেনরাও।
তারপর কেটে যায় লম্বা একটা সময়। ক্রিকেটার হিসেবে অবসর নিয়ে তাহমিদ শুরু করেন কোচিং ক্যারিয়ার। আর তখনই পরিচয় ঘটে কনস্টাসের সঙ্গে। সদ্য কৈশোরে পা দেয়া কনস্টাসকে তখন থেকেই কোচিং করান তাহমিদ।
আর তাই অভিষেক ম্যাচেই বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে কিংবা জসপ্রিত বুমরাহকে স্কুপ খেলে অথবা ওয়ানডে মেজাজে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে যখন কনস্টাস জন্ম দিলেন বিভিন্ন আলোচনার, সেই আলোচনায় আসছে একজন বাংলাদেশি বংশদ্ভুত তাহমিদের নামও।