promotional_ad

ইতিহাসগড়া অজি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তাহমিদ ইসলাম (বামে), স্যাম কনস্টাস (ডানে), ফাইল ফটো
ভয়ডরহীন ব্যাটিং করে প্রথম দিনই ক্রিকেট বিশ্বে আলোচনায় স্যাম কনস্টাস। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই নিজের প্রথম ইনিংসে এই অজি ওপেনার করেন ভয়ডরহীন ব্যাটিং। আর মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি চাপিয়ে রেকর্ড করেন সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে টেস্ট খেলার। এত সব কিছুর ভিড়েও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। কারন কনস্টাসের উত্থানের পেছনে রয়েছে বাংলাদেশি এক কোচের অনেক বড় ভূমিকা।

promotional_ad

ম্যাচের এক পর্যায়ে ধারাভাষ্যের কক্ষ থেকে বলা হয় কনস্টাসের উঠে আসার গল্প। আর সেই গল্প বলতে গিয়েই ধারাভাষ্যকার বলেন বাংলাদেশী বংশদ্ভুত অস্ট্রেলিয়ান নাগরিক তাহমিদ ইসলামের কথা। অনেক ছোটবেলা থেকেই কনস্টাসের ব্যাক্তিগত ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তাহমিদ।


জন্ম, বেড়ে ওঠা কিংবা ক্যারিয়ার- সব কিছুই অস্ট্রেলিয়াতে হলেও ধারাভাষ্য কক্ষে কিংবা অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেয়া হয় বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণি ক্রিকেটার হিসেবে।


promotional_ad

প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তাহমিদ। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল যখন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলো, তখন তিনি বল করেছিলেন বাংলাদেশের অনুশীলন নেটে। তারপর নজর কাড়েন বাংলাদেশের ততকালিন কোচ চান্ডিকা হাথুরুসিংহের। তারপর ২০১৭ সালে ঢাকায় আসেন, খেলেন প্রাইম ব্যাংকের হয়ে। সেই দলে খেলেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেনরাও।


তারপর কেটে যায় লম্বা একটা সময়। ক্রিকেটার হিসেবে অবসর নিয়ে তাহমিদ শুরু করেন কোচিং ক্যারিয়ার। আর তখনই পরিচয় ঘটে কনস্টাসের সঙ্গে। সদ্য কৈশোরে পা দেয়া কনস্টাসকে তখন থেকেই কোচিং করান তাহমিদ।


আর তাই অভিষেক ম্যাচেই বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে কিংবা জসপ্রিত বুমরাহকে স্কুপ খেলে অথবা ওয়ানডে মেজাজে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে যখন কনস্টাস জন্ম দিলেন বিভিন্ন আলোচনার, সেই আলোচনায় আসছে একজন বাংলাদেশি বংশদ্ভুত তাহমিদের নামও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball