promotional_ad

কনস্টাসকে কোহলির ধাক্কা, তদন্ত শুরু আইসিসির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিরাট কোহলি (বামে), স্যাম কনস্টাস (ডানে), ফাইল ফটো
বয়স মাত্র ১৯, জাতীয় দলের জার্সিতে প্রথমবার। কিন্তু আগ্রাসী মনোভাব দেখে বুঝার উপায় নেই, প্রথমবার আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নেমেছেন স্যাম কনস্টাস। প্রথমদিনই তিনি বিবাদে জড়ালেন প্রতিপক্ষ দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে।

promotional_ad

ম্যাচের তখন ১০ ওভার শেষ, আর তখনই উইকেটে প্রান্ত বদলের সময় কোহলির সঙ্গে কাঁধে ধাক্কা লাগে কনস্টাসের। অজি এই ব্যাটার চোখ রাঙিয়ে সঙ্গে সঙ্গে কিছু একটা বলেন কোহলিকে। ক্রিকেট মাঠে বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে থাকা কোহলিও চুপ থাকেননি। কথার লড়াইয়ে সামিল হন দুজনই।


শেষমেষ আরেক অজি ওপেনার উসমান খাজা এবং আম্পায়ারের মধ্যস্ততায় থামেন দুজন। যদিও ততক্ষণে এর উত্তাপ ছড়িয়ে গেছে পুরো বিশ্ব জুড়ে। কনস্টাসের আচরণের সমালোচনাও যেমন হচ্ছে, ঠিক তেমনি কোহলির যেচে গিয়ে ধাক্কা দেয়ার নিন্দাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


এদিকে ম্যাচের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে জানানো হয়েছে, সেই ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু করে দিয়েছে আইসিসি কর্তারা। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রিকি পন্টিং দোষারোপ করেন কোহলিকেই।


কোনো সন্দেহ নেই, আম্পায়ার এবং রেফারি বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন। বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমি মানছি, (ওভার শেষে) ওই পর্যায়ে তাদের (ভারতের ফিল্ডার) কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু তাকে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।’


promotional_ad

‘ব্যাটিংয়ের সময় উইকেট ব্যাটসম্যানের। ক্রিজও তার। বিশেষ করে দুটি ওভারের মাঝের মুহূর্তে। তখন কোনো বোলার বা ফিল্ডারের ব্যাটসম্যানের ধারেকাছে থাকার দরকার নেই। কিন্তু আমরা কনস্টাস ও কোহলির মাঝে শারীরিক সংঘর্ষ হতে দেখলাম। বিরাট কীভাবে হেঁটেছে দেখুন। বিরাট তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উসকে দিয়েছে—এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।’


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 'বক্সিং ডে' টেস্ট সব সময়ই ক্রিকেটে বিশেষ এক উপলক্ষ। আর সে-ই বক্সিং ডে টেস্ট ম্যাচেই মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া, খেলছে দুই দেশের মধ্যকার বোর্ডার গাভাস্কার সিরিজ। আর সিরিজের চতুর্থ ম্যাচেই প্রথম শ্রেনীর ক্রিকেটে মাত্র ১১ ম্যাচ খেলা কনস্টাসের অভিষেক।


অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ঘরোয়া ক্রিকেট মাতানো এই ওপেনারের। নিজের প্রথম ম্যাচেই অবশ্য জাত চিনিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ভারতের সেরা বোলার জসপ্রিত বুমরাহর বলে হাঁকিয়েছেন একের পর এক ছক্কা চার।


ইনিংসের ৭ম ওভারে বুমরাহর ছোড়া দ্রুত গতির বলে প্রথমে স্কুপ খেলে চার হাঁকান কনস্টাস। ঠিক পরের বলেই রিভার্স স্কুপ মেরে পেছন দিয়ে ছক্কা হাঁকান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেকটা এই ব্যাটার রাঙান হাফসেঞ্চুরি দিয়ে।


৬৫ বলে ৫০ রান করে কনস্টাস আউট হন রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে। তবে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে উপহার দিয়ে যায় ৮৯ রানের ওপেনিং পার্টনারশীপ। এমন জুটিতে সুবিধাজনক অবস্থানে আছে অজিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball