
পান্ত-ওয়েবস্টারের ঝড়ের দিনে বল হাতে নায়ক বোল্যান্ড
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৫ উইকেট। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে অস্ট্রেলিয়ার ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন অভিষিক্ত বেউ ওয়েবস্টার। নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে ১৮৫ রান তোলা ভারত ঋষভ পান্তের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছে ছয় উইকেটে ১৪১ রান। ভারত এগিয়ে আছে ১৪৫ রানে।