ভারতের ড্রেসিংরুমে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
ছবি: ভারতীয় দল, ফাইল ফটো
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবর অনুযায়ী, রোহিতের অবসরের পর টেস্টে অধিনায়ক হতে রাজী দলটির এক সিনিয়র ক্রিকেটার। আসন্ন সিডনি টেস্টে দলটির অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করতে চান তিনি। যদিও সেই প্রতিবেদনে নাম জানানো হয়নি এই ক্রিকেটারের।
পাঁচ ম্যাচের সিরিজে এখন অব্দি মাঠে গড়িয়েছে চারটি টেস্ট, যার মাঝে দুটি জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, একটি জয়ের দেখা পেয়েছে সফরকারী ভারত এবং একটি ম্যাচ ড্র। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই জয় পায় ভারত, কিন্তু সেখানে ছিলেন না রোহিত। জসপ্রিত বুমরাহর নেতৃত্বে বিরাট কোহলি- ইয়াশভি জায়সাওয়ালরা জিতে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দেন রোহিত। আর তারপর থেকেই ভারত দুটি ম্যাচ হারে।
তিন টেস্টে এই ব্যাটার ইনিংস খেলেছেন পাঁচটি। সেই পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯। অর্থাৎ, ইনিংস প্রতি তার রানের গড় ৬ এর-ও নিচে। শুধু যে বছর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত, এমনটা নয়। পুরো বছর জুড়েই ব্যর্থ হন তিনি। গেল বছর ২৬ ইনিংসে ২৪ গড়ে করেছেন মোটে ৬১৯ রান।
মেলবোর্ন টেস্টের পর নিজের অবসরের ইঙ্গিত দিয়ে রোহিত বলেন, 'অনেক কিছুই করার চেষ্টা করছি। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানসিকভাবে হতাশ। ব্যক্তিগত কয়েকটা জিনিস নিয়ে ভাবছি। দেখা যাক কী হয়। আর একটা ম্যাচ বাকি। ভালো খেললে সিরিজ় ড্র হবে।'
ভারতকে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সেই ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তারপরই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ হার দেখেন তিনি, হতে হয় হোয়াইটওয়াশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও সিরিজ হারের দ্বারপ্রান্তে তিনি।