অভিষেকের ঝড়ের দিনে দাঁড়াতেই পারলেন না বাটলাররা
অভিষেক শর্মার ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়ছে, বাড়িঘর উড়ে যাচ্ছে! আপনি যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভেবেছেন। অভিষেক আসলে ঝড়ের নাম নয়, অভিষেক ভারতের ক্রিকেটার। বাঁহাতি ওপেনার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যা করেছেন সেটাকে ঝড় না বলে উপায় কী। দারুণ সব শটে লং অন, লং অফ, ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ আবার কখনও মিড অফের উপর দিয়ে সীমানার ওপারে ফেলেছেন তিনি।