বিপিএলে ভালো খেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম ও খুশদিল

আন্তর্জাতিক
বিপিএলে ভালো খেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম ও খুশদিল
খুশদিল শাহ (বামে) ও ফাহিম আশরাফ (ডানে), ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন খুশদিল শাহ। ২০১৭ সালের চ্যাম্পিয়নদের সেরা চারে ওঠাতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের অন্যতম একজন তিনি। রংপুরের হয়ে ১০ ম্যাচ ১৭৫.২৯ স্ট্রাইক রেট, ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। মারকাটারি ব্যাটিংয়ে ১৮ চারের সঙ্গে ২৪ ছক্কাও হাঁকিয়েছেন খুশদিল।

ব্যাটিংয়ে দ্রুত রান তোলা বাঁহাতি স্পিনার বোলিংয়েও সমানতালে পারফর্ম করেছেন। ১০ ম্যাচে খুশদিলের শিকার ১৭ উইকেট। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমতি থাকলেও এমন পারফরম্যান্সের পর তাকে ডেকে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিপিএল)। টুর্নামেন্ট শেষের আগেই তাই রংপুরকে বিদায় বলে দেশে ফেরেন তিনি। খুশদিলকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। প্রায় ১৬ মাস পর পাকিস্তানের জাতীয় দলে ফিরলেন তিনি।

খুশদিলের পাশাপাশি বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন উসমান খান ও ফাহিম আশরাফও। চিটাগং কিংসের এক সেঞ্চুরিতে ২৮৫ রান করা উসমানও খুশদিলের সঙ্গে দেশে ফিরেছিলেন। দাপুটে ব্যাটিং করা উসমানকে প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ করে দেয়া হচ্ছে। ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন ফাহিম। 

পরবর্তীতে অবশ্য ব্যাটিংয়ে খুব বেশি কিছু করতে হয়নি তাকে। তবে মিডিয়াম পেস বোলিংয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। বরিশালের হয়ে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। বিপিএলের চলমান আসরে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল তাসকিন আহমেদের। এমন বোলিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন সবশেষ ২০২২ সালের আগষ্টে পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলা ফাহিম।

তাদের তিনজনের বাইরে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বড় নাম ফখর জামান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ওয়ানডে না খেলা বাঁহাতি ব্যাটার কদিন আগে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিও হারিয়েছেন। তবে তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে পাকিস্তান। চোটে পড়া সাইম আইয়ুবকে অবশ্য রাখা হয়নি স্কোয়াডে। সময় মতো সেরে উঠতে না পারায় ঘরের মাঠে হতে যাওয়া টুর্নামেন্টে খেলা হচ্ছে তার।

সাইম ছাড়াও বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, ইরফান খান, সুফিয়ান মুকিম। একই স্কোয়াড নিয়ে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ৮ ফেব্রুয়ারি লাহোরে প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে খেলতে নামবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি ‘এ’ গ্রুপে থাকা স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ভারত। দুটি ম্যাচ ঘরের মাঠে খেললেও ভারতের সঙ্গে তাদের খেলতে হবে দুবাইয়ে।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড- মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ সাকিল, তৈয়্যব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আঘা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি।

আরো পড়ুন: খুশদিল শাহ