ব্যাটে-বলে ভালো শুরু পেয়েও ছন্দ হারিয়ে ইংল্যান্ডের সিরিজ হার
ছবি: বল হাতে ইংল্যান্ডকে আটকে দিয়েছেন হার্শিত রানা, রবি বিষ্ণইরা
ফিল সল্ট ও বেন ডাকেট মিলে বিনা উইকেটে তুললেন ৬২ রান। পরবর্তীতে হাফ সেঞ্চুরি করলেন হ্যারি ব্রুক। এমন ম্যাচেও হারতে হয়েছে ইংলিশদের। হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের হাফ সেঞ্চুরিতে ১৮১ রানের পুঁজি পায়। সেই রান তাড়া করতে নেমে এমন শুরুর পরও ১৬৬ রানে থামতে হয়েছে জস বাটলারদের। ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো ভারত।
এক সিরিজেই ৯৯ থেকে দুইয়ে অভিষেক
১৯ মিনিট আগেপুনেতে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন সল্ট ও ডাকেট। তাদের দুজনের সামনে সুবিধা করে উঠতে পারছিলেন না ভারতের বোলাররা। পাওয়ার প্লের শেষ ওভারে ভারতকে খানিকটা স্বস্তিতে ফেরান রবি বিষ্ণই। তরুণ এই লেগ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে মিড অনে সূর্যকুমারকে ক্যাচ দিয়েছেন ডাকেট।
বাঁহাতি ওপেনারের বিদায়ে ভাঙে সল্টের সঙ্গে তার ৬২ রানের জুটি। ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রান। আরেক ওপনোর সল্ট ফিরেছেন পরের ওভারে অক্ষর প্যাটেলের আর্ম ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় বোল্ড হয়ে। ইংলিশ ব্যাটার আউট হয়েছেন ২৩ রানে। তিনে নেমে দাঁড়াতেই পারেননি বাটলার। ৩ বলে ২ রান করা ইংলিশ অধিনায়ককে ফিরিয়েছেন বিষ্ণই। দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড।
অভিষেকের মাঝে হেড-শেবাগদের ছায়া দেখছেন হরভজন
১৯ ঘন্টা আগেসেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি হার্শিত রানা। ডানহাতি পেসার ফিরিয়েছেন লিভিংস্টোন ও জ্যাকব বেথেলকে। বাকিদের ব্যর্থতার মাঝে হাফ সেঞ্চুরি করেন ব্রুক। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর ৫১ রান করা ইংলিশ ব্যাটারকে ফেরান বরুণ চক্রবর্তী। পরবর্তীতে কেউ দাঁড়াতে না পারায় ১৫ রানে হারতে হয় সফরকারীদের। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বিষ্ণই ও হার্শিত।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। তবে সেখান থেকে ভারতকে পথ দেখিয়েছেন অভিষেক ও রিংকু। তারা দুজনে মিলে যোগ করেন ৪৫ রান। অভিষেক ২৯ রানে ফেরার পর রিংকু ৩০, হার্দিক ৫৩ এবং দুবে ৫৩ রানের ইনিংস খেলে ভারতকে ১৮১ রানের পুঁজি এনে দেন। ইংল্যান্ডের হয়ে সাকিব তিনটি এবং জেমি ওভারটন দুটি উইকেট নিয়েছেন। আদিল রশিদ ও ব্রাইডন কার্স পেয়েছেন একটি করে উইকেট।