অস্ট্রেলিয়ার হতাশার দিনে গলে বৃষ্টির জয়

ছবি: গলের দুই সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে

যদিও প্রতিপক্ষের চাপের মুখে লঙ্কানদের টেনে তোলার চেষ্টায় ছিলেন দীনেশ চান্দিমাল। অস্ট্রেলিয়াকে সামলাতে চান্দিমালের সঙ্গে যুক্ত হয় বৃষ্টি। তাতে খানিকটা হতাশই হতে পারে অজিরা। বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেছে তৃতীয় দিনের দুই সেশন। চতুর্থ দিনেও বাগড়া দিতে পারে বৃষ্টি। পুরো দিনে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ৫১৮ রানে পিছিয়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকানো কাউপারের চিরবিদায়
১২ ঘন্টা আগে
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৬৫৪/৬ ডিক্লে (১৫৪ ওভার) (খাওয়াজা ২৩২, স্মিথ ১৪১, ইংলিস ১০২, হেড ৬৭; জয়াসুরিয়া ৩/১৯৩, ভ্যানডারসে ৩/১৮২)
স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়
৫ ঘন্টা আগে
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস) - ১৩৬/৫ (৪২ ওভার) (চান্দিমাল ৬৩*, ধনাঞ্জয়া ২২; স্টার্ক ২/১৩, কুনেমান ২/৪৮)
বিস্তারিত আসছে...