স্মিথের ১ রান দেখতে ৮৩৫৮ কিলোমিটার পাড়ি
![সুদূর অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় এক অজি সমর্থক](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/J835f0abd7c7ax2MB67e4479.jpg)
ছবি: সুদূর অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় এক অজি সমর্থক
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
‘৮৩৫৮ কিলোমিটার পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় এসেছি স্মিথের ১ রান উদযাপন করতে।’ লেখা ব্যানার নিয়ে মাঠে আসেন একজন। মার্নাস ল্যাবুশেন আউট হয়ে ফেরার পর চার নম্বরে ব্যাটিং করতে আসেন স্মিথ। প্রবাথ জয়াসুরিয়ার বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নিয়ে ১০ হাজার রান পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেব এমন কীর্তি গড়তেই গ্যালারিতে থাকা দর্শকরা হাত তালি দিয়ে তাকে অভিবাদন জানান।
থাকছেন না কামিন্স, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের নেতৃত্বে ‘স্মিথ অথবা হেড’
৭ ঘন্টা আগে![অস্ট্রেলিয়াকে জেতানোর আনন্দে ভাসছেন স্টিভ স্মিথ (বামে) এবং ট্রাভিস হেড (ডানে), ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/b679e05d873045dF6L871e23.jpg)
বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান স্মিথও তাদের অভিবাদনের প্রতি উত্তরে ব্যাট উঁচিয়ে জবাব দিয়েছেন। ২০৫ ইনিংস খেলে টেস্টে এমন রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। তাঁর চেয়ে কম ইনিংসে টেস্টে ১০ হাজার রান ছোঁয়ার কীর্তি আছে ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
শচীন, সাঙ্গাকারা এবং লারা ১৯৫ ইনিংসে এবং পন্টিং ১০ হাজার করেছেন ১৯৬ ইনিংস খেলে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে হাজার রান আছে পন্টিং, স্টিভ ওয়াহ, অ্যালান বোর্ডারের। এমন রেকর্ড ছোঁয়ার ম্যাচে নিশান পেইরিসের বলে তিন রান নিয়ে ক্যারিয়ারের ৩৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন স্মিথ। যদিও এমন কিছু হতে পারতো সিডনিতে।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস
৪ ঘন্টা আগে![টেস্ট পোশাকে রমেশ মেন্ডিস, এসএলসি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/37ab23bYc5E4EcyfO7a26404.jpg)
১০ রানের মাইলফলক স্পর্শ করতে ভারতের বিপক্ষে শেষ টেস্টে ৩৮ রান প্রয়োজন ছিল স্মিথের। প্রথম ইনিংসে প্রসিধ কৃষ্ণার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছিলেন ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ থাকায় তখনও নিজের শহরে এমন কীর্তির স্বপ্ন দেখারই কথা ছিল তার। যদিও সেখানেও ব্যর্থ হয়েছেন।
সেই প্রসিধের বলেই ৪ রান করে ফিরেছিলেন ১ রানের আক্ষেপ নিয়ে। স্মিথের ১০ হাজার রান উদযাপনে বাড়তি ব্যবস্থাও করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাবেক তিন অধিনায়ক পন্টিং, ওয়াহ এবং বোর্ডারকে দাওয়াত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। অথচ সেদিন এক রানের আক্ষেপে নিজে যেমন পুড়েছেন তেমনই বাকিদেরও পুড়িয়েছিলেন স্মিথ।