পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান, বাদ বাবর-রিজওয়ান
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরেছিলেন মোহাম্মদ রিজওয়ান। দুই সিরিজে ৫ ম্যাচের একটিতেও জয়ের দেখা পাননি তিনি। এমন পারফরম্যান্সে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তাকে সরিয়ে সালমান আলী আঘাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।