অধিনায়কত্ব হারাচ্ছেন রিজওয়ান, বদলে যাচ্ছে কোচও

ছবি: মোহাম্মদ রিজওয়ান, আইসিসি

পাকিস্তানের এই ব্যর্থতায় ওয়ানডে নয় বরং টি-টোয়েন্টির নেতৃত্ব হারাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের বিশ্বস্ত সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট এমনটাই জানিয়েছে। ব্যাট হাতে রিজওয়ানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো সময় যায়নি।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
২ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৩ রান করে আউট হয়েছিলেন তিনি। পরের ম্যাচে ভালো শুরু করেও হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেননি। আউট হয়েছেন ৪৬ রান করে। ওয়ান ক্রিকেট সিনিয়র সাংবাদিক ইজাজ ওয়াসিমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
তাদের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি রিজওয়ানকে টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরিয়ে দিচ্ছেন। রিজওয়ান পাকিস্তানের সাদা বলের দুই ফরম্যাটেরই অধিনায়ক।

মূলত অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের ওয়ার্কলোড ম্যানেজ করতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
৫ মার্চ ২৫
এই সিরিজেই পাকিস্তানকে নতুন অধিনায়কের অধীনে খেলতে দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন শাদাব খান। পাকিস্তানের কোচিং প্যানেলেও আসতে যাচ্ছে বড় পরিবর্তন।
ভারপ্রাপ্ত প্রধান কোচ আকিব জাভেদের সঙ্গেও চুক্তি নবায়ন করছে না পিসিবি। তার স্থলাভিষিক্ত হতে পারেন সাকলাইন মুশতাক। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের কারণেই আকিব জাভেদের ওপর আস্থা হারিয়েছে পিসিবি।