এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

ছবি: বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এবার সেই হারের বদলা নেয়ার জন্য এ বছরই একাধিক সুযোগ পাচ্ছে পাকিস্তান। কারণ চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। গত আসরের মতো এই টুর্নামেন্টে একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে এবারের এশিয়া কাপ হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে।
ছেলেদের অধিনায়ক হান্টার যেভাবে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায়
৫ অক্টোবর ২২
আগামী বছরের শুরুতেই ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই ভাবনায় এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও তা সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী ভারত ও পাকিস্তানকে আপাতত কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হবে না। কারণ দুই দলের কেউই একে অপরের দেশে গিয়ে কোনো ম্যাচ খেলতেই রাজি না।

এশিয়া কাপের 'এ' গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে যোগ দেয়ার কথা রয়েছে আরও একটি দলের। এদিকে 'বি' গ্রুপে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও যুক্ত হবে আরও একটি দল।
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
৬ ঘন্টা আগে
হংকং ও ওমান এই বছর এশিয়া কাপে খেলবে। তবে দুই দলে কে কোন গ্রুপে খেলবে তা নিশ্চিত নয়। এর আগে ২০২৩ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। এবার তারা বাছাইপর্ব থেকে ছিটকে গেছে।
২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ৮ দলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকে দুটি করে দল খেলেছিল পরের পর্বে। সেখান থেকে জয়ী দুই দল চলে যাবে সোজা ফাইনালে। ভারত-পাকিস্তান ফাইনালে উঠতে পারলে তিনবার তাদের সাক্ষাৎ হবে এশিয়া কাপে।