চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণ খোলাসা করলেন স্টার্ক

ছবি: বোলিং অনুশীলনে মিচেল স্টার্ক, ফাইল ফটো

এবারের বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়া দলে নেই স্টার্ক ছাড়াও নেই পেস আক্রমণের আরও দুই খুঁটি প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। কামিন্স ও হ্যাজেলউড খেলছেন না চোটের কারণে। স্টার্কের খেলার কথা থাকলেও ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক
১২ ফেব্রুয়ারি ২৫
এবার সেই কারণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 'বেশ কিছু ভিন্ন ভিন্ন কারণ আছে… কিছু ব্যক্তিগত মতামত এবং টেস্ট সিরিজজুড়ে (শ্রীলঙ্কা সফরে) অ্যাঙ্কলে কিছুটা ব্যথা…. । তো সেসব ঠিকঠাক করার জন্য… সামনে অবশ্যই আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর…।'
লর্ডসে আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এর আগে দুই মাসের বেশি সময় ধরে ভারতে চলবে আইপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলতে চান স্টার্ক।

শেষবারের আইপিএলে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নেন স্টার্ক। আসরজুড়ে প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি তিনি। তবে প্লে-অফে তার দারুণ পারফরম্যান্সেই জিতে যায় দল।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
এবার নিলামের আগে অবশ্য তাকে ছেড়ে দেয় কলকাতা। নিলাম থেকে তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএল নয়, স্টার্কের ভাবনার শীর্ষে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
তিনি বলেন, 'আইপিএলও আছে এর মধ্যে। তবে আমার ভাবনায় মূল প্রাধান্য পেয়েছে টেস্ট ফাইনালের জন্য নিজের শরীর ঠিকঠাক রাখা, আগামী মাস দুয়েকে কিছু ক্রিকেট খেলা এবং প্রস্তুত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া।'