গিলের ‘ব্যবহৃত’ জার্সির দাম ৭ লাখ টাকা
ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের লর্ডস টেস্টে পরা সইসহ জার্সি চ্যারিটি নিলামে ৪৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ রুপির বেশি এবং বাংলাদেশি টাকায় সাত লাখ টাকা। ‘রেড ফর রুথ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই নিলামে গিলের জার্সিটিই ছিল সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পণ্য।